মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ইজিবাইকের চাপায় শিশু নিহত

ঝালকাঠিতে ইজিবাইকের চাপায় শিশু নিহত

রাজাপুর প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ইজিবাইকের চাপায় সিয়াম নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত  সিয়াম একটি নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেনীতে পড়াশুনা করতো। সড়কে শিশু নিহতের তথ্যটি নিস্চিত করেছে রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলকচন্দ্র রায়।

নিহত সিয়ামের পুরো নাম মো. ইউসুব খান ওরফে সিয়াম। শিশুটি রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের সৌদি প্রবাসী মো. আল-আমিন খানের ছেলে। সেখানকার শাহাবউদ্দিন নুরানী মাদ্রসায় সম্প্রতী প্রথম শ্রেনীতে ভর্তি হয়েছে।

দুর্ঘটনার স্থানে থাকা জাকির হোসেন মিয়া এবং স্থানীয় আরো অনেকেই জানায়, ৪ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী এলাকায় ইজিবাইকের নিচে চাপা পরে নিহত হয়েছে।

নিহত শিশুর মা মাহফুজা বলেন, ‘আমি আমার বড় ছেলে সিয়াম এবং ১০ মাসের ছোট ছেলে ইসমাইলকে নিয়ে ইজিবাইকে করে বাড়ি থেকে রাজাপুর শহরে যাচ্ছিলাম।

রাস্তায় আরেকটা ইজিবাইক হটাৎ ব্রেক করলে আমাদের বহনকারী ইজিবাইকটি সেটির পেছনে ধাক্কা দেয়। আমাদের গাড়িটি তখন উল্টে যায়। ছোট সন্তান আমার কোলে থাকলেও বড় সন্তান ছিটকে পড়ে ইজিবাইকের নিচে চাপা পরে।

প্রতক্ষ্যদর্শী নেয়ামত হাওলাদার বলেন, দুর্ঘটনার পর আমরা মা এবং ছেলেদের আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষনা করেন, এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেন।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana