রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন “সামাজিক আন্দোলন কাঠালিয়া’র” আওরাবুনিয়া ইউনিয়ন কমিটির মোঃ মইনুল হোসেন উজ্জ্বল জমাদ্দার আহবায়ক ও মোঃ সামির আল মাহমুদ সজলকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সামাজিক আন্দোলন কাঠালিয়া’র প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃতুহিন সিকদার এবং সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল তালুকদারের স্বাক্ষরিত এ কমিটি ঘোষনা করা হয়।
আগামী দুই মাসের মধ্যে আহবায়ক কমিটিকে ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি গঠনের পরামশ দেয়া হয়েছে।
উল্লেখ্য যে, সামাজিক আন্দোলন কাঠালিয়া একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবকমূলক সংগঠন । এ সংগঠনটি দীর্ঘদিন যাবৎ কাঠালিয়া উপজেলার সমস্যা, উন্নয়ন, সম্ভাবনা, ক্রীড়া ও যুব সমাজ নিয়ে কাজ করছে।