ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপি এ আয়োজনে রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় বিএনপির দলীয় প্রধান কার্যালয় আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি তালুকদার এ্যাড. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি মো. জাকারিয়া সুমন, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক বাবু রতন দেবনাথা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আনোয়ার পাশা নিপু, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মো. আল-ইমরান কিরন প্রমূখ।