রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে জনতার অধিকার ও গণতন্ত্র মুক্তির লক্ষ্যে বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে উপজেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা সদরের বাইপাসমোড় সংলগ্ন উপজেলা বিএনপি‘র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল বিভাগের টিম প্রধান আব্দুল মোনায়েম মুন্না। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান শামীম।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ঝালকাঠি জেলা যুবদলের সভাপতি ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম আব্দুস সবুর (কামরুল ইসলাম), জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন, মাহফুজুর রহমান মাহফুজ, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. এইচএম তসলিম উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঝালকাঠি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন তুহিন।
সভায় সভাপত্বি করেন উপজেলা যুবদলের সভাপতি মো. জাকারিয়া সুমন। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শহিদ আল-মামুন (অভিক)।