শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা বৃৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী, বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, সাংবাদিক অধ্যাপক মো. আবদুল হালিম, প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার, মো. জলিলুর রহমান, শিক্ষিকা সাবিনা ইয়াসমিন প্রমূখ। একই দিন ১টায় উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।