মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফাউন্ডেশন (সিএফ) নলছিটি পৌর শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ, নলছিটি থানা ও গালর্স স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বৃক্ষ রোপণ করা হয়।
এসময় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ডা. ইউসুফ আলী তালুকদার,সিটিজেন ফাউন্ডেশনর যুগ্ম আহবায়ক মিলন কান্তি দাস,সাইদুল ইসলাম, সদস্য সচিব গোলাম মাওলা শান্ত, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, পৌর সভাপতি শরিফুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক ফারাবি রানা,সাংগঠনিক সম্পাদক দুলাল তালুকদার, সহ-সভাপতি রাজিব কুমার মালো,প্রচার সম্পাদক গাজী আরিফুর রহমান,কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান খান, আরিফুর রহমান প্রমুখ।