সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

অধ্যক্ষকে মারধর করা সেই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

অধ্যক্ষকে মারধর করা সেই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

অনলাইন ডেস্ক:

খুলনার কয়রা উপজেলার উত্তরচক আমিনীয়া বহুমুখী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমানকে মারধর করার মামলায় কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব ৷

বৃহস্পতিবার (২১ জুলাই) মধ্যরাতে অভিযান চালিয়ে র‍্যাব ৬ এর একটি দল তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

কয়রা থানার ওসি এ বি এম এস দোহা জানান, ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলামকে গ্রেফতারের পর র‍্যাব সদস্যরা শুক্রবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে তাকে কয়রা থানায় হস্তান্তর করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে ওই শিক্ষকের স্ত্রী সাদিয়া সুলতানা বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে মারধর মামলা করেছিলেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান জানান, গত ১৮ জুলাই মাদরাসায় কাজ করার সময় চেয়ারম্যান বাহারুল ইসলামের নেতৃত্বে কয়েকজন এসে তাকে মারধর করেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মারধরের কারণ সম্পর্কে তিনি বলেন, মাদরাসাটি ঢাকার ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির আওতাভুক্ত ৷ সম্প্রতি তারা পার্শ্ববর্তী মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে এই মাদরাসার সভাপতি নিযুক্ত করেছেন। আর সদর ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলামও এই মাদরাসার সভাপতি হতে আগ্রহী ছিলেন। বাহারুল ইসলাম সভাপতি হতে না পারার জন্য তাকে দায়ী করে লোকজন নিয়ে মারধর করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana