শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
“৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।” এই সেøাগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনুজা মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌরেন্দ্র নাথ সাহা, সাবেক অধ্যক্ষ মো. শাহজাহান মোল্লা প্রমূখ।