শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

ঝালকাঠিতে উপজেলা প্রশাসনের সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং প্রেস ব্রিফিং

ঝালকাঠিতে উপজেলা প্রশাসনের সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং প্রেস ব্রিফিং

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরীর হলরুমে উপজেলা প্রশাসন এ আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন তালুকদার, বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন শুরু মিয়া, শুক্তাগর ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ।
এ সময় সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনুজা মন্ডল। তারা জানায়, উক্ত কার্যক্রমের আওতায় রাজাপুর উপজেলায় ১ম পর্যায়ে ৩৩৩টি, ২য় পর্যায়ে ৩৭ টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ৫০ টি, ৩য় পর্যায়ের ২য় ধাপে ৩০ টি ঘর প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana