রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ট্যালেন্টেড ফুটবল কাপ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করেন কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার। এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাদল মাহমুদ, উপজেলা বিএনপি নেতা মো. জাকির হোসেন কবির হাওলাদার, উপজেলা যুব দলের সভাপতি কিশোর মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাছিব ভূট্টো, আওয়ামী লীগ নেতা মো. বদু মুন্সী, খেলা পরিচালনা কমিটির মো. ইমরান হাওলাদার, মো. লিটন হাওলাদার, মো. শান্ত হাওলাদার প্রমূখ।
উদ্বোধনী খেলায় নাসিমা স্পোর্টস, আমুয়া ৩ – ০ কাঠালিয়া সদরকে পরাজিত করে। খেলার আয়োজন করে ওয়েলফেয়ার ফাউন্ডেশন, পশ্চিম আউরা।