সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমরিবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিদ্যালয়ের মাঠে এ ফুটবল ম্যাচের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। রোনালদো (মিতালী) ও ম্যারাডোনা (হাফিজা) দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ৩ – ২ গোলের ব্যবধানে রোনালদো (মিতালী) চ্যাম্পিয়ান হয়। সর্বোচ্চ গোলদাতা নির্বাতি হয় হাফিজা আক্তার। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জমাদ্দার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
এসময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য মনেজ বেপারী, সহকারি প্রধান শিক্ষক রোমেনা আক্তার, সিনিয়র সহকারি শিক্ষক মো. রফিকুল ইসলাম, বিজয় কৃষ্ণ, মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক মো. মহিব্বুল্লাহ।