সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
‘দেশীয় মাছে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আমুয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার। বক্তব্য উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমীন, থানা তদন্ত কর্মকর্তা মো. শাহিন, শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. হেমায়েত উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মো. কাজল সিকদার প্রমুখ।