সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় কাঠালিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম, শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবদুল হালিম, সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমীন প্রমুখ। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।