সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে এক কলেজ শিক্ষককে পিটিয়ে ও তার বৃদ্ধ পিতাকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্ধারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করেছেন। গত রোববার বিকেলে উপজেলা আমুয়া গ্রামের সামসুল হক মোল্লার বাড়ীতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত বৃদ্ধ সামসুল হক মোল্লা (৭০) আমুয়া গ্রামের বাসিন্ধা এবং তার পুত্র আহত রাসেল মোল্লা উপজেলার ড.সেকান্দার হায়াত খান কলেজের ইংরেজি বিষয়ক শিক্ষক।
গতকাল সোমবার উপজেলা চেয়ারম্যান মো.এমাদুল হক মনির ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বরাবরে লিখিত অভিযোগ করে কলেজ শিক্ষক মো.রাসেল মোল্লা ।
এতে প্রতিপক্ষ করা হয় একই বাড়ীর মো.শহীদ মোল্লা, ভাই কাওসার মোল্লা মামুন মোল্লার স্ত্রী জাকিয়া বেগম শহীদ মোল্লার মাতা নুরজাহান বেগমকে।
অভিযোগ সুত্রে জানাগেছে, কলেজ শিক্ষক রাসেল মোল্লার ঘরের পিছনের কিছু জমির মালিক সাবেক ইউপি সদস্য মো.মাশিশ মোল্লা তার ভাই ফারুক মোল্লা ও মাহতাব মোল্লা। এ জমি কিনতে এক বছর পুর্বে বায়না চুক্তি করে ওই শিক্ষকের পিতা সামসুল হক মোল্লা। চুক্তির জমির বুঝ দিতে রোববার বিকেলে সামসুল হকের বাড়ীতে আসে মাশিশ মোল্লা। এসয় জমির ভাগ বন্টন নিয়ে প্রতিপক্ষ শহীদ মোল্লা, কাওসার মোল্লার সাথে তর্কবির্তক হয় শিক্ষক রাসেল তার পিতা সামসুল হক এবং স্ত্রী শান্ত ইয়াসমিনের। এক পর্যায় শান্ত ইয়াসমিনকে মারধর করে প্রতিপক্ষরা। প্রতিবাদ করলে শিক্ষক রাসেলকে লাঠি দিয়ে পিটিয়ে এবং তার বৃদ্ধ পিতা সামসুল হককে দাও দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা।
অভিযোগে কলেজ শিক্ষক আরো উল্লেখ করেন, ২০২১ সনের জানুয়ারী মাসে এই জমি নিয়ে তার মাতা নুরুন্নাহার বেগমকে প্রতিপক্ষরা পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছিল।
অভিযুক্ত কাওসার মোল্লা জানান, সংঘর্সে তিনিসহ তার বৃদ্ধা মাতা নুরজাহান বেগম (৬৫) আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান মো.এমাদুল হক মনির জানান, কলেজ শিক্ষকের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।