মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

ঝালকাঠির পল্লীতে “ডিজিটাল গ্রাম”মেলায় শিক্ষার্থী ও কৃষকের ভীড়

ঝালকাঠির পল্লীতে “ডিজিটাল গ্রাম”মেলায় শিক্ষার্থী ও কৃষকের ভীড়

ঝালকাঠি প্রতিনিধিঃ
আধুনিক কৃষি যন্ত্রপাতি, উৎপাদিত ফসল, ডিজিটালাইশেন প্রক্রিয়া ও পণ্যের প্রদর্শনীতে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে “ডিজিটাল গ্রাম” মেলা।
শনিবার ২ এপ্রিল সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম। মকরমপুর আইএপিপি সীড ভিলেজ কৃষক সমবায় সমিতির আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদা পারভীন। সারা বাংলা কৃষক সোসাইটি ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল হান্নান খান, অশোক কুমার বড়াল, মো. শামীম। বক্তৃতা করেন সংগঠনের উপদেস্টা কাজী শাখাওয়াত হোসেন সেলিম, সহসভাপতি জাকির হোসেন। ব্যতিক্রমধর্মী আয়োজিত মেলায় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং স্থানীয় কৃষকগণ ও জনসাধারন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana