মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটিতে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজলা প্রশাসন’র আয়োজনে ২৫ মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান’র সভাকক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার,পৌর আ’লীগের সাধারন সম্পাদক জার্নধন দাস,উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদ আলম জোমাদ্দার,নলছিটি থানার ইন্সপেক্টর (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী,নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,পূজা উদযাপন পরিষদ’র সম্পাদক তপন কুমার দাস প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ৭১’র ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানী হানাদার বাহিনীর নির্মম নির্যাতন ও গণহত্যার হৃদয় বিদারক বর্ননা তুলে ধরেন। এবং আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেই বিষয়ে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপার মোহম্মদ বদরুল আমিন