মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

কাঠালিয়ায় স্ত্রীকে নির্যাতন করায় শিক্ষক তরুন সিকদার আটক

কাঠালিয়ায় স্ত্রীকে নির্যাতন করায় শিক্ষক তরুন সিকদার আটক

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় স্কুল শিক্ষক স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে অমানুষিক নির্যাতন করায় অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশীরা গুরুতর আহত স্ত্রী শংকরী রানীকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আমুয়ায় ভর্তি করেন। এ সময় শিক্ষক তরুন সিকদার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার (২২মার্চ) বিকেলে উপজেলার শৌলজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তরুণ সিকদার স্থানীয় শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(হিন্দু ধর্ম শিক্ষা) এবং ওই গ্রামের নারায়ন চন্দ্র সিকদারের ছেলে।

চিকিৎসাধীন অবস্থায় শংকরী রানী ও স্বজনরা জানান, ১২ বছর পূর্বে শিক্ষক তরুন সিকদারের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই সংসারে ছোটখাটো নানা বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো স্বামী তরুন সিকদার। গত ৩/৪ বছর ধরে স্থানীয় এক স্বামী পরিত্যাক্ত তরুনীর সাথে তরুন সিকদারের প্রেমের(পরকীয়া) সম্পর্ক চলে আসছে। এ নিয়ে পরিবার, তার বিদ্যালয় এবং এলাকায় বহুবার বৈঠক হয়েও কোন লাভ হয়নি। স্বামীর পরকীয়ায় আমি বাঁধা দেয়ার কারণে সংসারে অশান্তি নেমে আসে। আমাকে তাড়ানোর জন্য বিভিন্ন অজুহাতে আমাকে নির্যাতন করতো, অমানুষিক কষ্ট দিতো। এমনকি ঘরের রাখা রান্না করার চালও তালা বদ্ধ করে রাখতো স্বামী তরুন সিকদার। প্রতিদিনের রান্নার চাল ও প্রয়োজনীয় সবকিছু দিয়ে যেত সে। তবে গত মঙ্গলবার সকালে চাল দিয়ে যান নি তরুন সিকদার। ছেলেদের পাশের বাড়ি থেকে ভাত এনে খাওয়ায় স্ত্রী শংকরী রানী। বিকালে শিক্ষক তরুন সিকদার স্কুল থেকে বাড়িতে আসলে ভাত রান্না করা না পেয়ে খেপে যান। তখন স্ত্রী শংকরী রানী বলেন চাল না দিয়ে যাওয়ায় রান্না করতে পারেনি। এ নিয়ে স্ত্রী শংকরী রানীকে বেধম মারধর করেন তরুন সিকদার।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন জানান, শিক্ষক তরুন সিকদার স্ত্রী শংকরী রানীকে অনেক মারধর করে। এসময় স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা তরুন সিকদারকে গণধোলাই দেয়। খবর পেয়ে আমি চৌকিদারের মাধ্যমে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করি। ইতিপূর্বে তরুন সিকদার স্ত্রীকে নির্যাতনের মামলায় জেল খেটেছেন। পরে মুচলেকা দিয়ে জামিনে ছিলেন। তিনি শংকরী রানীকে বিয়ের আগেও আর একটি বিয়ে করেন এবং ওই স্ত্রীকেও নির্যাতন করতেন।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, এ ঘটনায় শংকরী রানীর মা সোমা রানী বাদী হয়ে মঙ্গলবার রাতে শিক্ষক তরুন সিকদারকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত তরুন সিকদারকে বুধবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana