মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
স্বাধীনতার মাসেই চলে গেলেন ঝালকাঠি সদর উপজেলার ৬নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের টানা নয় বারের নির্বাচিত রাষ্টীয় স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক। শুক্রবার ভোর ৫ টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন কীর্ত্তিমান এ রাজনীতিবীদ।
মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৭৩ বছর। বেশ কিছু দিন ধরে তিনি হার্টে সমস্য, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকসসহ বার্ধক্ষ্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মোবারক হোসেন মল্লিকের জামাতা রাকিব তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি চেয়াম্যানের পাশাপাশি ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার আহবায়কসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন মোবারক হোসেন মল্লিক । তার মৃত্যুতে ঝালকাঠি- ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন।