সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া থেকে সরাসরি ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ ১০ মার্চ বৃহস্পতিবার ঢাকা সদরঘাট থেকে কাঠালিয়ার আমুয়ার উদ্দেশ্যে এ লঞ্চ যাত্রা শুরু হয়।
এম.কে শিপিং লাইন্স কোম্পানি লিমিটেড এর পূবালী-১ নামক লঞ্চের মাধ্যমে এ যাত্রা শুরু হয়েছে।
প্রতিদিন কাঠালিয়ার আমুয়া থেকে একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে কাঠালিয়ার আমুয়ার উদ্দেশ্যে চলাচল করবে। এতে যাত্রী ও ব্যবসায়ীদের নৌপথে, হয়রানি, দুর্ভোগ, সমস্যা ও খরচ কম হবে।
এম.কে শিপিং লাইন্স কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ এ রুটে চলাচলকারী যাত্রী ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছেন।