মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়া’র উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর সিজন-০২ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদ মাঠে সংগঠনটির সভাপতি মো. তুহিন সিকদারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার ও উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন।
সামাজিক আন্দোলন কাঠালিয়ার সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল তালুকদারের সঞ্চলনায় উপস্থিত ছিলেন আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের প্রভাষক ও বিশিষ্ট ক্রিয়াবিদ এসডি পলাশ, সিনিয়র খেলোয়ার মো. টুলু, মো. নাসির হোসেন, আঃ খালেক প্রমূখ। টুর্নামেন্টে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার ২৪টি দল অংশগ্রহণ করবে।
উদ্বোধনী খেলায় শাপলা ক্রিয়া চক্র দক্ষিন কচুয়া একাদশকে ডিসেন্ট স্টার বেতাগী একাদশ পরাজিত করে। বøাড ব্যাংক কাঠালিয়া ও মোকামিয়া বøাড ডোনেশন গ্রæপের সহযোগিতায় সামাজিক আন্দোলন কাঠালিয়া এ খেলার আয়োজন করে। খেলার শুরুতে সদ্য প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।