সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
বরিশাল প্রতিবেদক:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে পঁচা মাছের ভর্তা বিক্রির অভিযোগ পাওয়াা গেছে। এর আগেও খাবারে বিভিন্ন সময়ে শামুক, কাকড়া পাওয়া গেছে। আবাসিক শিক্ষার্থীরা সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশসহ অভিযোগ জানালেও ব্যবস্থা নিচ্ছে না হল প্রশাসন। শুক্রবার (৪ মার্চ) বঙ্গবন্ধু হলের রাতের খাবারে মেনুতেত পঁচা মাছ ভর্তা বিক্রির অভিযোগ করেন শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু হলের রাতের মাছ ভর্তা থেকে দৃর্গন্ধ বের হচ্ছে। অথচ তখনও ক্যান্টিন মালিক শিক্ষার্থীদের কাছে মাছ ভর্তা বিক্রি করছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী আল ফারিউল সিক্ত বলেন,‘খাবার খাওয়ার সময় আমি মাছ ভর্তা নেই। পরে খাবার মুখে দেয়ার পর গন্ধে খেতে পারিনা। পরে আমার বন্ধুদের দেখাই। তারাও বলে মাছ ভর্তা পঁচা ছিল। পরবর্তীতে আমি মাছ পঁচা বলে অভিযোগ জানাই। অভিযোগ সত্যতা প্রমাণে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তখনও পঁচা মাছ বিক্রি করছে।’
পঁচা মাছ ভর্তা বিক্রির বিষয়ে হলের ক্যান্টিন পরিচালক সাকিব বলেন, মাছ ভর্তা অনেক আগে করা, একটু গন্ধ থাকতে পারে। অভিযোগ পেলে আমরা খাদ্যতালিকা সরিয়ে ফেলি।
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রোভোস্ট আরিফ হোসেন বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবো। তিনি আরও বলেন, আমি হলের ক্যান্টিন মালিককে ফোন দিয়ে পঁচা খাবার বিক্রি করতে নিষেধ করবো।