বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল হক জমাদ্দার চাঁন মিয়ার কবর জিয়ারত করলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ন-সচিব, প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব-১ মো. খাইরুল ইসলাম মান্নান। গত শুক্রবার (৩ মার্চ) বিকালে উপজেলার আওরাবুনিয়া গ্রামে কবর জিয়ারতে যান তিনি। জিয়ারত শেষে তিনি মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের এই প্রবীণ নেতার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন, তার ছোট ভাই শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, শেখ রাসেল ক্রিয়া চক্রের সমন্বয়কারী শিক্ষক মঞ্জিল মোরর্শেদ, নুরুল হক জমাদ্দার চাঁন মিয়ার ছেলে মাঈনুল হোসেন উজ্জল জমাদ্দার, ছাত্রলীগ নেতা সাদ্দমান সৌমিক সোহান, সাবেক ইউপি সদস্য শামীম রেজা প্রমূখ।
খাইরুল ইসলাম মান্নান বলেন, ‘নুরুল হক জমাদ্দার চাঁন মিয়া বেঁচে থাকলে আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করতেন। তিনি ছিলেন বিচক্ষণ রাজনীতিবিদ। সহযোদ্ধাদের কাছে তিনি ছিলেন অনন্য। আজকের রাজনীতিতে তাঁর মতো নেতাদের অনুসরণ করা গেলে রাজনীতিতে শুদ্ধতা ফিরে আসবে।’ এর আগে তিনি উপজেলার ঐতিয্যবাহী তালগাছিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে অংশগ্রহন ও জুমার নামাজ আদায় করেন। পরে শৌলজালিয়ায় তার প্রতিষ্ঠিত শেখ রাসেল ক্রিয়া চক্রের আয়োজিত এক মতবিনিময় সভায় অংশনেন।