সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে বুধবার (১৯ জানুয়ারি ২০২২) বিকেল ৩টায় নলছিটি চায়নামাঠ সড়কস্থ এনএমএস কার্যালয় নলছিটি পিএফজি ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।
পিএফজি নলছিটি উপজেলা কমিটির কো-অডিনেটর মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিএফজি অ্যামবাসেডর আনিসুর রহমান খান হেলাল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা বেগম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহমেদ আকন, সাংবাদিক মোঃ শাহাদাত হোসেন মনু, সুজন নলছিটি উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, নলছিটি মডেল সোসাইটির চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তালুকদার প্রমূখ।
বক্তারা রাজনৈতিক দ্বন্দ্ব, কলহ দূর করা ও শালিস মিমাংসার মাধ্যমে স্থানীয় সকল দ্বন্দ্ব, কলহ,সংঘাত দূর করার উপর গুরুত্বারোপ করেন।