সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটির তরুণদের দক্ষতা উন্নয়নে, বরিশালের বিভাগীয় বিতর্ক সংগঠন ডিইসিবি’র সহযোগিতার, নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় , তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে প্রায় অর্ধশত শিক্ষার্থীদের বিতর্ক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
মেহেরাব হোসেন রিফাতের সঞ্চালনায় মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষের উদ্বোধনের মাধ্যমে বৃহস্পতিবার (১৩ জানুয়ারী-২২) কর্মশালা শুরু হয় সকাল ১১টায়। তারুণ্যের নলছিটি’র কনভেনর খালেদ সাইফুলাহ সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটার্স কমিউনিটি অব বরিশালের প্রেসিডেন্ট শেখ সুমন। কো কনভেনর তাহমিদ আল মাহফুজের বক্তব্যের মাধ্যমে দুপুর ১ টায় ২ ঘন্টাব্যাপী প্রশিক্ষন কর্মশালা শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন তারুণ্যের নলছিটির পৌর কমিটির দপ্তর সম্পাদক রাব্বি খলিফা, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মেহেরাব তালুকদার, সাথী আক্তার, সুমি আক্তার, নাঈম হোসাইন, কুলকাঠি ইউনিয়ন কমিটির মিরাজুর রহমান, জাহিদ মোলা, নসঈ মলিক প্রমুখ ভলান্টিয়ার নেতৃবৃন্দ।