ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে স্থানীয় সাংসদ বজলুল হক হারুন’র পক্ষ থেকে প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে রাজাপুর, কাঠালিয়ার ১২ হাজার শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১১ জানুয়ারি সকাল ১১ টায় রাজাপুরের গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠিতে সাংসদ সদস্যের নিজ বাড়ির সবুজ চত্তরে দুই ছেলে শাহ মো. নাহিয়ান হারুন ও মো. মাহির হারুন উপস্থিত থেকে এই শীত বস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, রাজাপুর সহকারী কমিশনার (ভুমি) অনুজা মণ্ডল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর, কাঠালিয়া সার্কেল) মোঃ মাসুদ রানা, কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী সহ রাজাপুর, কাঠালিয়ার আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।