সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া ১নং ওয়ার্ডে বৃহস্পতিবার বিকাল ৪টায় লতাবুনিয়া বাজারে এল জি এস পি ৩/ ২০২১/২০২২ অর্থ বছরে ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়নের লক্ষে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সদস্য মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম, ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ, মহিলা ইউপি সদস্য শাহনাজ পারভিন, রেশমা আক্তার ও কানিজ ফাতিমা প্রমুখ।