সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন

লঞ্চে অগ্নিকান্ড : যাত্রীদের উদ্ধার করা ট্রলারচালককে পুরষ্কৃত করলেন পুলিশ সুপার

লঞ্চে অগ্নিকান্ড : যাত্রীদের উদ্ধার করা ট্রলারচালককে পুরষ্কৃত করলেন পুলিশ সুপার

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের পর নদীতে লাফিয়ে পড়া এবং নদী সাঁতরে তীরে ওঠা প্রায় তিনশ’ যাত্রীকে বিনা ভাড়ায় পারাপার করা ট্রলারচালক মিলন খানকে নগদ অর্থ পুরষ্কার দিয়েছে জেলা পুলিশ।

আজ বুধবার বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এনে তাকে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার ওসি খলিলুর রহমান ও ওসি (তদন্ত) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। পুলিশের সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিলন খান।

মিলন খান জানান, লঞ্চ দুর্ঘটনায় তিনশ যাত্রীকে উদ্ধারে কাজ করেছেন তিনি। বিপদগ্রস্ত যাত্রীদের বিনা ভাড়ায় নিরাপদে তীরে পৌঁছে দিয়েছেন। এ জন্য অনেকেই তাকে এখন ধন্যবাদ জানাচ্ছে।

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, মিলন খান যে কাজটি করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি প্রথমে বিষয়টি গণমাধ্যমে দেখেছি। আগুনের খবর পেয়ে তিনি নিজের ট্রলার নিয়ে বিনা ভাড়ায় মানুষকে পারাপার করেছেন। আমি জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সামান্য শুভেচ্ছা উপহার দিয়েছি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana