সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

নলছিটিতে সাইডো’র আরএইচডিএন-২ প্রকল্পের পরিচিতি সভা

নলছিটিতে সাইডো’র আরএইচডিএন-২ প্রকল্পের পরিচিতি সভা

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে নারী প্রকল্প আরএইচডিএন-২ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। চিলড্রেন এন্ড ইয়থ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) এ পরিচিতি সভার আয়োজন করে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সাইডো’র নির্বাহী পরিচালক হোসাইন আহম্মদ কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পরা সিকদার। প্রভাষক/সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চচলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার আজিম ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহম্মদ কামাল। এছাড়াও বক্তব্য রাখেন তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্ম’র উপজেলা সম্মনায়ক সুমি আক্তার প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবকরা এবং ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

চিলড্রেন এন্ড ইয়থ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) এর পরিচালক ও আরএইচডিএন-২ প্রকল্প এর জেলার দায়িত্বশীল মোঃ সৈয়দ আহম্মেদ প্রকল্পের কর্মপরিধি ও কার্যক্রম বর্ননা দেন। প্রকল্পের মুল উদ্দেশ্য গোপনীয়তা বজায় রেখে স্বাস্থ্য সেবা, যৌন প্রজনন স্বাস্থ্য সেবা। রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়ন সাতুরিয়া, মঠবাড়ি, শুক্তাগড়, গালুয়ায় এ প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পের সেচ্ছাসেবকরা সংশ্লিস্ট এলাকা পরিদর্শন পূর্বক প্রশাসনকে তথ্য প্রদান করবে।বিশেষ করে নারীদের সম্ভ্রম এর বিষয় বিশেষ গুরুত্ব প্রদান করবেন।প্রকল্পটি ২০২৫ সন পর্যন্ত চলবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana