বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদর ইউনিয়নের দক্ষিন আউরা গ্রামের বাসিন্দা ও দলিল লেখক মোঃ জাহিদ হোসেন মল্লিক নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে কাঠালিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
আজ ১০ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টায় প্রেসক্লাব সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ জাহিদ হোসেন মল্লিক। তিনি লিখিত বক্তব্যে একই এলাকার কালাম ওরফে কালা ও নজরুল পঞ্চায়েতের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও জীবন নাশের হুমকির অভিযোগ করেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ এ গ্রুপটি আমার পরিবারকে নানা ভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। তারা যে কোন সময় আমার ও পরিবারের সদস্যদের জীবননাশ করতে পারে। তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ ও সাহায্য কামনা করছি।
এ সময় তার স্ত্রী মোসাঃ রনি বেগম, ছেলে হেতায়েতুল ইসলাম জিহাদ, তানভির, শ্যালক মোঃ সজিব হাওলাদার, শ্যালকের স্ত্রী আয়শা বেগম উপস্থিত ছিলেন।