সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই শ্লেগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যা মোসেদা বেগম ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন।
এতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।
এছাড়াও নলছিটি উপজেলা পরিষদ’র সামনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। আলেচনাসভা শেষে উপজেলা ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।