সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সরকারি কলেজে নবাগত উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর শুকদেব বাড়ৈ। মঙ্গলবার (৩০ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টায় তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ।
এ সময় সরকারি বিএম কলেজের দর্শন বিভাগের প্রফেসর মো. আখতারুজ্জামান, সরকারি হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মো. মাহমুদ হোসেন খান , ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শাহিনুল হক, ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী সহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।
এর আগে তিনি সরকারি হাতেম আলী কলেজে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৪ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে শিক্ষকতা শুরু করেন। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায়।