সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে থেকে দুপুর পর্যন্ত শহরের শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন শত জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চক্ষু) ডা. ডিবি পাল, সহকারি অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, ডা. ভবেশ চন্দ্র রায় ও ডা. সেলিনা ইফাত মুন্নি চিকিৎসা সেবা প্রদান করেছেন। এশিয়ান আই কেয়ার হাপাতাল এর পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর কামাল শরীফ ও শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।