সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার।
মঙ্গলবার মহাষষ্ঠী আগমনী রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ তারা পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিঠু সিকদার, পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার, সাধারন সম্পাদক বাবু খগেন্দ্র ভুষন দাস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক পবিত্র হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদ আহম্মেদ জিসান সিদকার ও সাধারণ সম্পাদক মো. মাসুদ খান উপস্থিত ছিলেন।