সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরে অসহায় ও প্রতিবন্ধী সুশান্ত মিস্ত্রী নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
উপজেলা সদর বাজার সমিতির অর্থায়নে মঙ্গলবার রাতে সমিতির কার্যালয়ে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে হুইল চেয়ারটি সুশান্ত মিস্ত্রীর হাতে তুলে দেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মো. মাহমুদুল হক নাহিদ সিকদার।
এসময় সাধারন সম্পাদক মো. আজিম সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবি আবদুল্লাহ আহসান চুন্নু ও মিজানুর রহমান সোহাগ মাস্টার প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাহতাব উদ্দিন, আব্দুস সালাম, মাছুম বিল্লাহ, মনির হোসেন, মো. রফিকুল ইসলাম খোকন সহ আরো অনেকে।