সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
” আমরা কন্যাশিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবে ডিজিটাল বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রসাশন ও মহিলা বিষয় অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস যথাযথা মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুমা আক্তার’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যা বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা বেগম।
প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খোকন চন্দ্র রায়, তথ্য আপা শামসুন্নাহার প্রমুখ