সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
মুজিববর্ষে বাংলাদেশের “একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ধারাবাহিকতায় ২৯সেপ্টেম্বর বুধবার দুপুর সাড়ে ১১টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্তখালীর গুচ্ছ গ্রামের গৃহহীন পরিবারের মাঝে লাটারির মাধ্যমে ৫১টি ঘর হস্তান্তর করা হয়েছে। রাজাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গৃহহীন দের মাঝে এসব ঘর হস্তান্তর করা হয়েছে। গৃহহীন পরিবার গুলো ঘর পেয়ে আনন্দ আত্যহারা হয়ে পরে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
ঘর হস্তান্তর করার সময় বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার আনুজা মন্ডল,
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও ৩নং রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন তালুকদার সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গন ও সংবাদকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।