শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের সামনের সড়ক ও আশেপাশে একটি দলছুট মুখপোড়া হনুমান ঘুরে বেড়াতে দেখা গেছে।
তবে হনুমানটিকে মানুষের ভয়ে গাছে গাছে থাকলেও অনেক সময় ক্ষুধার্থ হলে খাবারের জন্য নিচে নেমে আসে।
হনুমানটি যেখানেই যাচ্ছে, কৌতুহলী মানুষ সেখানেই ভিড় করছেন।
কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুল ইসলাম ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত একটি মুখ পোড়া হনুমান উপজেলা পরিষদের সামনের রাস্তার আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে হনুমানটি উপজেলা মোড়ের সুধীর বাবুর খাবার হোটেলে গেলে হোটেল মালিক খাবার দেয়। খাবার খেয়ে হনুমানটি সেখান থেকে চলে গিয়ে এক গাছ থেকে অন্য গাছে ঘুরে বেড়ায়। এসময় লোকজন হনুমানটিকে দেখতে ভিড় করেন।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, ১৫/২০ দিন থেকে মুখ পোড়া একটি হনুমান উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। গত সপ্তাহে শৌলজালিয়ায় দেখা যায়। পরে আমি রুটি ও কলা সহ বিভিন্ন খাবার কিনে দেই।