রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন আলী আহমেদ । শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে তিনি নলছিটি থানায় যোগদান করেন।
গত ২০ নভেম্বর রাঙ্গাবালী থানা থেকে বদলি হয়ে ঝালকাঠি জেলা পুলিশে ৩ জানুয়ারি যোগদান করেন। এরপর পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে শনিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নলছিটি থানার ওসি হিসেবে যোগদান করেন।
আলী আহমেদ বলেন, নলছিটি থানায় যোগদান করে আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে নলছিটিকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা।