রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

ঝালকাঠিতে ২লাখ টাকা না দেয়ায় সন্ত্রাসী হামলায় মা-ছেলে আহত

ঝালকাঠিতে ২লাখ টাকা না দেয়ায় সন্ত্রাসী হামলায় মা-ছেলে আহত

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে সন্ত্রাসী হামলায় মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন । বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরতলীর কৃষ্ণকাঠিতে এ ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়ে রোকেয়া বেগম (৪২) ও তার পুত্র স্কুল ছাত্র কামরুল আহত হয়েছে। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহতের পরিবার সূত্রে জানাগেছে, রোকেয়া বেগম বৈবাহিক সূত্রে খুলনার বাসিন্দা। গত মঙ্গলবারে বৃদ্ধা পিতা আব্দুল কাদের মাঝিকে দেখতে ঝালকাঠি শহরতলীর কৃষ্ণকাঠি ছেলেকে নিয়ে আসেন। কৃষ্ণকাঠি মৌজার জেএল ৯৯ এর এসএ ৯১৬ ও বিএস ২২১ নং খতিয়ানের ১৪৮৫, ১৪৭৭, ১৪৬৯ ও ১৪৯০ দাগ থেকে ৩২ শতাংশ জমি কন্যা রোকেয়া বেগমকে রেজিস্ট্রি দলিল মূলে দান করেন আব্দুল কাদের মাঝি। বৃহস্পতিবার সকালে বসতভিটা করার জন্য জমির অবস্থান দেখতে যান। সেখানে গেলে রুবেল, সালাম, রহিম, শাহিদা, সীমাসহ আরো ৩/৪জনে সংঘবদ্ধভাবে হামলা রোকেয়ার উপর হামলা করে গুরুতর আহত করে। তার সাথে থাকা খুলনার স্কুল ছাত্র কামরুলকেও মারধর করে আহত করে।

রোকেয়া বেগম জানান, ওই জমিতে যাবার পরে রুবেল এসে জমির দখল বুঝিয়ে দেয়া ও কাগজপত্র টিক করার কথা বলে ২লাখ টাকা দাবি করে। এটাকা দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের মারধর শুরু করে। এঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সদর থানার ওসি খলিলুর রহমান জানান, এঘটনার তদন্ত করে পরবর্তি আইনী ব্যবস্থা হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana