রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ই-ফাইলিং (নথি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় দু’দিন ব্যাপী (৭-৮ জুন) এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দস মুন। উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ ৩০জন কর্মচারী অংশনেন।