সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি:
ঝালকাঠিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধনে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে গণপরিবহন চালু, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও বীমা খুলে দেওয়া হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পড়ালেখা বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়েছে। তাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, সেক্রেটারী মুহাম্মদ শাখাওয়াত হোসেন, জাতীয় শিক্ষা ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ মুহাম্মদ খলিলুর রহমান ও ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারী মো. রবিউল ইসলাম। পরে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দাবি আদায়ের লক্ষ্যে গণস্বাক্ষর নেন।