সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠি অন্যতম সাংবাদিক সংগঠন রিপোর্টাস ইউনিটি’র সদস্যদের সংগঠনের পক্ষ থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১মে) বিকেলে সংগঠনের সভাপতি আল-আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক আবদুল মন্নান তাওহীদ এর উদ্যোগে সংগঠনের সকল সদস্যদের বাড়িতে বাড়িতে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের সদস্যবৃন্দরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রিপোর্টাস ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আমরা সবাই একই পরিবারের সদস্য, সকলে মিলে মিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবো। আমাদের সামর্থ্য অনুযায়ী সামান্য উপহার।