সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে অবৈধ বালু উত্তোলন করার দায়ে এক ড্রেজার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার ( ৯ মে) দুপুরে উপজেলার খয়রাবাদ নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে ড্রেজারটি আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মোঃ সাখাওয়াত হোসেন।
এসময় শাকিল হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন অবৈধ ভাবে নদী কেটে বালূ উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক কোন ছাড় দেওয়া হবেনা।