রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে পিপলিতা বাজারে এই অফিস উদ্বোধন হয়।
কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিএম আরিফ হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার , কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, সদস্য আবু সাইদ খান, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার।
পরে চলমান করোনা মহামারির হাত থেকে রক্ষা পেতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর এমপির সুস্থ্যতা কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।