রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
দখিন জনপদের জেলা ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। বৈশাখের দাবাদাহে মানুষের সাথে প্রাণিকূলও দিশেহারা । নেই কোন বৃষ্টির দেখা।
গত এক সপ্তাহ ধরে এ উপজেলায় তীব্র গরম পড়েছে। প্রতিদিন রোদের তাপ যেন বেড়েই চলছে। আর এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবি মানুষের দূর্ভোগের আর শেষ নেই। তাই গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়ে কিংবা খালের পানিতে নেমে ক্লান্তি দূর করার চেষ্টা করতেও দেখা গেছে। মানুষের পাশাপাশি প্রাণিকূলও তীব্র গরমে অতিষ্ঠ।
নদী ও জলাশয়ে নেমে পড়ছে কাক-শালিখের দল। আর ক্লান্ত কুকুর ছায়ায় আশ্রয় খুঁজছে। উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির প্রত্যাশায় দোয়া মোনাজাত হয়েছে।
রিক্স চালক কামাল হোসন জানান, প্রচন্ড গরমে রিক্স চালাতে খুব কষ্ট হয়। ১০টির মতো রোজা রাখতে পেরেছি কিন্তু আর রাখতে পারিনি। এতো গরম বিগত বছরে আর দেখিনি।