রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি ধানসিঁড়ি নদীতে একটি বালুর জাহাজে আগুন লেগে ইঞ্জিল সহ জাহাজের মালামাল পুড়ে যায় । সূত্র জানায় ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি নদী থেকে বালি নিয়ে কালারি নামে স্থানে যাবার পথে গাবখান সেতু ব্রিজের নিচে শাকিল-৬ নামে জাহাজটি সকাল সাড়ে ৭ টার দিকে ইঞ্জিল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান জাহাজের এক কর্মচারী।
তবে কর্মচারীরা কেউ আহত হয়নি। এসময় জাহাজে থাকা তাদের চাল-ডাল, টাকা-পয়সা ইত্যাদি পুড়ে যায়।
ঝালকাঠি ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক ফিরোজ কুতুবী এ প্রতিবেদককে জানান, জাহাজের কর্মচারীরা নির্বোধ থাকায় আমাদের জানাতে পারেনি, আমরা সাধারন জনগন থেকে সকাল সাড়ে ৮ টারদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এবং জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পানি সাথে ফ্রম কেমিক্যাল ব্যবহার করি। কারণ পানি ব্যবহার বেশি করলে জাহাজটি পানির নীচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকত তাই ফ্রম কেমিক্যাল ব্যবহার করে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই।