বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় কহিনুর জাতের ভুট্রা ফসলের মাঠ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর আউরা বøকের আকনপাড়া মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে এতে সভাপতিত্ব করেন সমাজ সেবক মো.লুৎফর রহমান আকন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ইমরান বিন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.রায়হানুল ইসলাম ও উপসহকারি কৃষি অফিসার মো.আমিরুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি অফিসার মো.হাছিবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কিশোর মাহমুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.হাসিব ভুট্রো, সমাজ সেবক নাজমুস সালেহ মামুন আকন, কৃষক মাহমুদ আকন ও মাইনুল আকন প্রমূখ।