বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের কমিটি গঠন

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের কমিটি গঠন

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের কমিটি গঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে এক সভাশেষে আহবায়ক কমিটি গঠিত হয়। ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের প্রধান উপদেষ্টা মো. আব্দুল লতিফ মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।নব গঠিত কমিটিতে আহবায়ক পদে সর্বসম্মতিক্রমে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সফিকুল ইসলাম সবুজ ও সদস্য সচিব পদে নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়নের হিসাব সহকারী আবুল হাসান মৃৃধাকে নির্বাচিত করা হয়।

এতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিকদার তপন, মো. জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম। এছাড়াও মোস্তাফিজুর রহমান,মাহবুবুর রহমান, বাপ্পা পাল,মো.ইমাম হোসেন, সাঈদা আক্তার ও কাওছার হোসেনকে সদস্য নির্বাচিত করা হয়েছে। একই সভায় প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল লতিফ মোল্লাকে প্রধান উপদেষ্টা করে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের ০৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। অন্য উপদেষ্টারা হলেন, প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মো.মাকসুদুল হক,ওবায়দুল রহমান,আব্দুল আউয়াল, মো.ইমরান হোসেন ও মো. রাজিব উদ্দিন মাহমুদ।
এর আগে বিকাল ৪টায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো.কাওছার হোসেনকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana