মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:১০ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি সুগন্ধা নদীতে মাছ ধরার একটি নৌকার সঙ্গে ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের সংঘর্ষ হলে নৌকাটি তাৎক্ষণিকভাবে দুভাগ হয়ে ডুবে যায়। এতে নৌকায় থাকা ৯ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৬টার দিকে নলছিটি পৌরসভার গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। নৌকাটিতে থাকা গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ৯ বছর বয়সী শিশু রায়হান মল্লিক এই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে মাছ ধরতে নদীতে গিয়েছিল শিশু রায়হান। জাল ফেলে অপেক্ষারত অবস্থায় হঠাৎই ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি মুহূর্তের মধ্যেই দু’টুকরো হয়ে ডুবে যায়। নৌকায় থাকা জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় উঠতে সক্ষম হলেও ছোট্ট রায়হান পানিতে তলিয়ে যায় এবং এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটির সন্ধানে চেষ্টা চালায়। পরে নলছিটি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা লঞ্চ কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।