বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক টি হায়দার সজিব জাতীয় নাগরিক কমিটিতে থাকায় দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকান্ডের জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব মোঃ আনিসুর রহমান খান এ সিদ্ধান্তে রমজানুল মোরশেদ (দপ্তর দায়িত্বপ্রাপ্ত) সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দল থেকে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরণের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায় নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন বলেন, দলীয় শৃংখলা বঙ্গের অভিযোগের সততা পাওয়ায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সজিবকে দল থেকে বহিষ্কার হয়েছে। যদি পরবর্তীতে কেউ দলীয় শৃংখলা বঙ্গ করে তাহলে তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হবে।